সরকারি জলাশয়ের দখল-জমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের ফলার আঘাতে আব্দুল আওয়াল (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল ওই গ্রামের সোলায়মান গ্রামাণিকের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, একটি সরকারি জলাশয়ের দখল ও জমিজমা নিয়ে বৃ-আঙ্গারু গ্রামের আব্দুল্লাহ গং এবং সোলাই গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দফায় দফায় সালিশি বৈঠক হয়। সকালে সালিশি বৈঠক বসার কথা ছিল। বৈঠকের আগে আব্দুল্লাহ গংয়ের লোকজন সোলাই গ্রুপের আব্দুল আওয়ালকে ফলা দিয়ল আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার