নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় একটি যাত্রবাহী বাসে তল্লাশী চালিয়ে খেজুরের কার্টুন থেকে দুইশ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর গ্রামের বছের উদ্দিনের ছেলে আব্দুর রশিদ-(৫০) এবং একই উপজেলার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে শান্ত (১৯)।
আজ রবিবার সকালে রাজশাহীর আড়ানী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে প্লাষ্টিকের ক্যারেটে সাজানো খেজুর গুড়ের পাটালির নিচ খেকে দুইশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় রশিদ ও শান্তকে আটক করা হয়।
নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হোসেন এবং এস আই মিঠুন সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ