দিনাজপুরের উপশহর এলাকায় হাউজিং এস্টেট এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ আবার শুরু করা হয়েছে। এর আগে তিনদিন অভিযান চালানোর পর দুই সপ্তাহ বন্ধ থাকে।
কয়েকদিন ধরে মাইকিং করে সকলকে নিজ নিজ দায়িত্বে অবৈধভাবে দখল করা জায়গা ছেড়ে দেয়ার জন্য বলা হয়। এরপর থেকে উপশহরের বিভিন্ন ব্লকে অনেকেই নিজেরাই নিজেদের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়।
কিন্তু এরপরেও অনেকে দখল করে রাখায় রবিবার সকাল থেকে আবার অভিযান শুরু করা হয়েছে।
রবিবার দিনব্যাপী উপশহরের ২ ও ৩নং ব্লকের বিভিন্ন এলাকায় গড়ে উঠা শতাধিক স্থাপনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় নিয়ে এ অভিযান চালায়। এ অভিযান চলবে।
এসব স্থাপনার মধ্যে অবৈধভাবে গড়ে উঠা বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা রয়েছে। উচ্ছেদ অভিযানের সময় পুলিশ, র্যাবসহ গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন