মাদারীপুরের শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডের স্বাস্থ্যকলোনি এলাকায় রবিবার দুপুর আড়াইটার দিকে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাছির হোসেেকে (১৩) গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। এ ঘটনায় আসিফ(১৪) ও পাবেল মিয়া (১৫)-কে আটক করেছে শিবচর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শিবচর পৌরসভার স্বাস্থ্যকলোনি এলাকায় একদল স্কুলছাত্র সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র বাছির হোসেনের উপর আক্রমণ চালায়। এসময় বাছির হোসেনের মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। আহত বাছির হোসেন শিবচর উপজেলার স্বাস্থ্যকলোনি এলাকার সালাম সরদারের ছেলে।
শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিজেদের মধ্যেঅর্ন্তকোন্দলের জেরে এই মারামারির ঘটনা ঘটেছে। মারামারির খবর পেয়ে আমি দ্রুত পুলিশ পাঠাই। মারামারির ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন