৯ ডিসেম্বর, ২০১৯ ১৮:৩১

নেত্রকোনায় বিআরটিসি বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বিআরটিসি বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনায় বিআরটিসি বাস চালুর কয়েক ঘণ্টার মধ্যেই তা চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এতে মুক্তিযোদ্ধাসহ জেলা শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনাবাসীর ব্যানারে পৌরসভার মোড়ে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী অংশগ্রহণ করেন। 

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী ৬৪ জেলায় সেবাদানের লক্ষ্যে বিআরটিসি বাস দিয়েছেন। সেক্ষেত্রে আমাদের নেত্রকোনায় কেনো বন্ধ হয়ে যাবে? রবিবার বাসগুলো আমরা ১০টি বাস উদ্বোধন করেছি। ময়মনসিংহ পর্যন্ত ভাড়া মাত্র ৪০ টাকা। কিন্তু পরক্ষণেই বাস চলাচলে বাধা দিয়েছে শ্রমিক শ্রেণির নাম করে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা। 

তাই বিআরটিসি বাসগুলো যেন বিনা বাধায় চলাচল করতে পারে সেজন্য প্রশাসনকে যথাযথ প্রদক্ষেপ নেয়ার জোর দাবি জানান সংসদ সদস্যসহ সাধারণ নাগরিকরা। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হায়দার জাহান চৌধুরী, কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিনসহ আরও অনেকেই।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর