বগুড়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে ঘিরে চারু বন্ধনের আয়োজনে বগুড়ার শহীদ খোকন পৌর শিশু উদ্যানে শুরু হয়েছে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী।
বৃহস্পতিবার বেলা ১১টায় চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন চিত্রশিল্পী রণজিৎ দাস। পরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর চিত্রাংকন করেন শিল্পীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চিত্র প্রদর্শনী হবে। প্রদর্শনীতে মায়ের সঙ্গে বঙ্গবন্ধু, গ্রামীণ প্রকৃতি, ভাষা আন্দোলন, নদীর পাড়, সরু মেঠো পথসহ বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। চিত্রপ্রদর্শনীর ২য় দিন শুক্রবার মহাস্থানে প্রকৃতি নিয়ে একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী ওই চিত্র প্রদর্শনীর উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিত্রশিল্পী রেজাউন নবী, মিন্টু দে, আব্দুস সাত্তার তৌফিক, জিয়াউর রহমান জয়, হেলেনা খানম ইরানী ও কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন