ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় জাহিদুল ইসলাম (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের রুদ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার জগদেশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে জাহিদুল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেলযোগে কলেজ বাসষ্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আসছিলেন। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে সাজোরে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে এবং মাথায় গুরতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার