নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মহাসড়কে চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, লেগুনা, সিএনজি ও অটোরিকশা থামিয়ে চাঁদা আদায়কালে ৫ চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিএসসি এর একটি টিম।
বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় এ অভিযান চালায় র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো, হুমায়ুন কবির (৩৭), আসাদ মোল্লা (৪৭), জামাল (৩৮), মোঃ কাজী এরশাদুজ্জামান (৩৬) এবং আব্দুর রহিম (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ত চাঁদাবাজির সর্বমোট নগদ ২১ হাজার ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিমউদ্দিন চৌধুরী জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় রাস্তায় চলাচলরত যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য হুমায়ুন কবির, আসাদ মোল্লা ও জামাল’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এই সময় তাদের থেকে চাঁদাবাজির নগদ ৮ হাজার ৭৪০ টাকা জব্দ করা হয়। চাঁদাবাজির পৃথক আরেকটি অভিযানে বন্দর থানাধীন মদনপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় রাস্তায় চলাচলরত সিএনজি থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের সদস্য মোঃ কাজী এরশাদুজ্জামান ও আব্দুর রহিমকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এই সময় তার দখল হতে চাঁদাবাজির নগদ ১৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন