রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করার পর থেকে রোহিঙ্গাদের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, তাদেরকে প্রশাসন কাঁটাতারের বেড়ার বাইরে মোটেই যেতে দেবে না। এ ভুল ধারণাকে মাথায় রেখে প্রতিনিয়ত রোহিঙ্গারা স্বপরিবারে ক্যাম্প থেকে পালাচ্ছে।
বৃহস্পতিবার ভোররাতে ইনানী পুলিশ অস্থায়ী ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা যাত্রীবাহী সিএনজি, টমটম গাড়িতে তল্লাশি চালিয়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে। তাদের মধ্যে ৩ জন রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। অপর ৪ জন রোহিঙ্গাকে নিয়মিত মামলা থাকায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার