ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী জর্জ একাডেমির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। মোট ছয়জন প্রার্থীর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৫৬৫ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের প্রভাষক মো. আনিচুজ্জামান, দ্বিতীয় সর্বোচ্চ ৫৩৮ ভোট পেয়েছেন জাহাঙ্গীর আলম (কালা মিয়া), তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে কামরুজ্জামান ইদ্রিস, তার প্রাপ্ত ভোট ৪৫৭ ও রফিকুল ইসলাম পেয়েছেন ৪২৯ ভোট। পরাজিত দুই প্রার্থী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন পেয়েছেন ৪০৭ ভোট ও মো. হাফিজুর শেখ পেয়েছেন ৩৩১ ভোট। মোট ১১৬১ ভোটের মধ্যে ৮৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন