ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রাকের ধাক্কায় নিহত জামাই জাহিদুল ইসলামকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফুফু শাশুড়ি খাদিজা বেগমের (৫০)।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের তারা মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার জগদেশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম পৌর শহরের রুদ্রপুর গ্রামে ট্রাকের ধাক্কায় নিহত হন। পরে এ খবর পেয়ে নিহতের ফুফু শাশুড়ি খাদিজা বেগম জামাইকে দেখতে ব্যাটারি চালিত চার্জার ভ্যানে কোটচাঁদপুরের উদ্দেশে রওয়ানা দেন। পথেমধ্যে মহেশপুরের ভালাইপুর গ্রামে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল ভ্যানটিকে সাজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান খাদিজা বেগম।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন