বরিশালে ৬দিনব্যাপী ত্রিদেশীয় নাট্যোৎসবের উদ্বোধন হয়েছে। দেশের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বরিশালের শব্দাবলী গ্রুপ থিয়েটারের উদ্যোগে বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর সদর রোডের লুকাস কম্পাউন্ডে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উদ্বোধক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিসহ অন্যান্যরা।
বরিশাল সিটি করপোরেশন এই উৎসবে পৃষ্ঠপোষকতা করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল করার উদ্যোগ সফল হতেই হবে। কারণ যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে দেশ ব্যর্থ হতে পারেনা।
উৎসবের উদ্বোধক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
শব্দাবলী গ্রুপ থিয়েটারের সভাপতি নাট্যজন সৈয়দ দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ।
অন্যান্যের মধ্যে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ এবং সাংস্কৃতিক সংগঠক শুভঙ্কর চক্রবর্তী বক্তব্য রাখেন।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রংপুরের নাট্যকর্মী আব্দুর রাজ্জাক মুরাদ এবং সিলেটের রজত কান্তি গুপ্তকে গিয়াস-মিলন নাট্যপদক তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন