অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন মুন্সীগঞ্জ কেন্দ্র আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা-২০১৯ গত ২৫ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলার ১৬৪ জন কৃতী শিক্ষার্থী এবং গুণীজন হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ কবি ও সাহিত্যক করীম রেজাকে সংবর্ধিত করা হয়।
সংগঠনের মুন্সীগঞ্জ কেন্দ্রের সভাপতি অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক কবি ও সাংবাদিক আনিসুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহাবুব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লা সিরাজী বলেন, ঐতিহ্যপূর্ণ এই জনপদের আজকের এই কৃতী শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক এবং শিক্ষকদের দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে প্রধান আলোচক আনিসুলহ হক বলেন, বড় মানুষ এবং সফল মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রচুর বই পড়তে হবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন। অনুষ্ঠানে সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সংগঠনটির মুন্সীগঞ্জ কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ। আরো আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, মোঃ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম বাদল প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাজ্জাদুর রহমান, শুভঙ্কর বিশ্বাস ও রাবিতা রতন শিফা। অনুষ্ঠানে বর্ষবরণ ১৪২৬ বঙ্গাব্দে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ৪৭ জন, প্রাথমিক সমাপনি পরীক্ষায় টেলেন্টপুল প্রাপ্ত ৮০ জন, জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ৩৭ জন মোট ১৬৪ জনকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুন্সীগঞ্জের মালপাড়াস্থ অগ্রসর বিক্রমপুর ভবনের নীচতলায় আনন্দপাঠ শিশু-কিশোর পাঠাগার উদ্বোধন করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। শিশু-কিশোরদের পাঠোপযোগী বই পুস্তক দিয়ে বিশেষভাবে সাজানো হয়েছে পাঠাগারটিকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ