বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের সরকারি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোফাজ্জেল হোসেনের (৩৫) মৃতু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি এলাকায় পাথরঘাটা থেকে দাফতরিক কাজে বরগুনায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মো. বশির পঞ্চায়েত (৫০) নিহত হন। আহত হন ইউএনও মো. হুমায়ুন কবির ও তার গাড়ি চালক জাহাঙ্গীর।
এর মধ্যে গুরুতর আহত হন মোফাজ্জেল হোসেন। তাকে দ্রুত বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়া পরে তাকে বরিশাল মেডিকেলে পাঠানো হয়। বরিশাল মেডিকেলে ভর্তির কয়েক মিনিটের মধ্যে মোফাজ্জেলর মৃতু হয়।
মোফাজ্জেলের সঙ্গে থাকা বশিরের প্রতিবেশি মো. মহারাজ বলেন, বরিশাল শেবাচিমে আনার সঙ্গে সঙ্গেই মারা যান মোফাজ্জেল। মোফাজ্জেলের বাড়ি ভোলা চরফ্যাশন উপজেলার নাজিরপুর ইউনিয়নে বলে জানান মহারাজ।
এদিকে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সহকারী আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএনও স্যার বরগুনা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সার্কিট হাউজে বিশ্রাম নিচ্ছেন। আর চালক জাহাঙ্গীরকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, আমি চিকিৎসা নিয়েছি। ডাক্তার কয়েকটি টেস্ট দিয়েছেন। চালক জাহাঙ্গীরের বুকে প্রচণ্ড আঘাত লাগায় তাকে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম