বরগুনা সদরসহ জেলার সর্বত্র বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বৃষ্টির পাশাপাশি বেড়েছে শীতের তীব্রতা। বৃষ্টি আর শীতের কারণে জনজীবন থমকে গেছে। ফুটপাত ও বস্তিতে বসবাসকারী এবং বেড়ীবাধেঁর বাইরে অবস্থানকারীরা বেশী ভোগান্তিতে পড়েছেন।
বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ বৃষ্টি আজ শুক্রবার সকালেও চলছে চলছে বলে জানা গেছে। বৃষ্টির কারণে ধানসহ শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা করছেন অনেক কৃষক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম