টেকনাফ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় পিকলু দত্ত নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক গিয়াস উদ্দিনের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এটি টেকনাফ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা প্রথম মামলা। টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
উক্ত মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাব্বির আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রাশিয়ান ফিশারী সংলগ্ন কায়ুকখালী পাড়া এলাকা থেকে পিকলু দত্ত (৩৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার সাধন দত্তের ছেলে। গত ৪ দিন আগে পিকলু দত্ত তার ফেসবুক আইডি-তে সাংবাদিক গিয়াস উদ্দিনকে উদ্দেশ্য করে মানহানিকর একটি ছবি পোস্ট করে। এতে গিয়াস উদ্দিন ক্ষুদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে গত মঙ্গলবার টেকনাফ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৮২। ধারা-২০১৮ সনের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ ও ২৯। পরে মামলার একমাত্র আসামি পিকলু দত্তকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সাব্বির আহমেদ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা