বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে থেকে অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালের মূল ফটকের রাস্তা থেকে উদ্ধার করে পাথরঘাটা থানা পুলিশ।
পাথরঘাটা পৌর কাউন্সিলর মুনিরা ইয়াসমিন খুশি বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে পাগল ছিল। একবার অসুস্থ হয়ে পড়লে আমরা চিকিৎসা দিয়েছিলাম।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, মরদেহটির সুরতহাল করা হয়েছে। মরদেহের কোন পরিচয় পাওয়া যায়নি, স্থানীয়ভাবে দাফন দেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা