“মুজিব র্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার”-এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় পুলিশ সপ্তাহ-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রতিবন্ধি, বৃদ্ধ, শিশু বান্ধব হেল্পডেক্সের শুভ উদ্বোধন, আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় গলাচিপা থানার আয়োজনে এবং এডিডি ইন্টারন্যাশোনাল ও ইসলামিক রিলিফ বাংলাদেশের সহযোগিতায় গলাচিপা থানা প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ