দিনাজপুরের বিভিন্ন এলাকায় মধ্যরাতে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘন কুয়াশায় আলু ও টমেটোর ক্ষেত নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ধানে লোকসান কাটিয়ে উঠতে লাভের আশায় আলু ও টমেটো রোপণ করেও বিরুপ আবহাওয়ার কারণে চিন্তায় পড়েছে কৃষক।
কয়েকদিন ধরে শীতের মাত্রা কিছুটা কম থাকলেও ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে শীতের মাত্রা বাড়ছে। রবিবার সূর্যের আলোর দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জনপদ। এ কারণে দিনের বেলাতেও অনেক এলাকায় সড়কে হেডলাইট চালিয়ে চলাচল করেছে বিভিন্ন ধরনের যানবাহন। তবে সোমবার থেকে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। এতে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে।
কৃষকরা জানায়, মধ্যরাতের ঝিরিঝিরি বৃষ্টি, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় মাঠের আলু ও টমেটো জাতের ফসলে ছত্রাকের আক্রমণের আঙ্ককা রয়েছে। আবার আরি-বোরো জাতের বীজতলাও হুমকির মুখে পড়েছে।
হাকিমপুরের খট্টামাধবপাড়ার সিরাজুল ইসলাম বলেন, লাভের আশায় আলু ও টমেটো রোপণ করেছি। গাছও ভালো হয়েছে। কিন্তু গত কয়েক দিন শীতের প্রকোপ ও কুয়াশার কারণে ক্ষেত নিয়ে চিন্তিত ছিলাম। মধ্যরাতে হঠাৎ ঝিরিঝিরি বৃষ্টির কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আলু ও টমেটোর জমিতে পানি জমে গেলে পোকা-মাকরের আক্রমণ বাড়বে।
কৃষি অফিস জানায়, মাঠে যেসব টমেটো ও আলু জাতের ফসল রয়েছে সেগুলোতে ছত্রাকের আক্রমণ হতে পারে। তবে কৃষকদের পরামর্শ দিচ্ছি যাতে ছত্রাকনাশক স্প্রে করা হয়। তাতে করে এ ধরনের সমস্যা হবে না। বোরোর বীজতলার কোন সমস্যা হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার