বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ অভিযোগ করেছেন, শহীদ খোকন পার্কে ১লা জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ উল্টো ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের নামে মামলা করে গ্রেফতার ও বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে হয়রানি করছে।
আজ রবিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জিএম সিরাজ এমপি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপি, ছাত্রদলসহ দলীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি সব ধরনের হয়রানি ও গ্রেফতার বন্ধ করার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দারি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, মাহবুবর রহমান বকুল, ডাক্তার মামুনুর রশিদ মিঠুসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক