পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
গত ৪ জানুয়ারি শনিবার সকাল ১০টার সময় উপজেলা ছাত্রলীগের সদস্য অনি রেজার নেতৃত্বে সরকারি স্বরূপকাঠী কলেজ চত্বর থেকে একটি আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ইন্দুরহাট-মিয়ারহাট বাজার প্রদক্ষিণ শেষে কলেজ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কেটে ছাত্রলীগের সব নেতাকর্মীর আনন্দ উৎসব পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাহমুদ শান্ত, ছাত্রলীগ নেতা সিমান্ত, হাসিবুর রহমান সুজন, বেল্লাল হোসেন হিরা, ইমন হাসান তাছিব, কামেল, রুদ্র, আদিত্য, মিয়াদ রাতুল, রানা, জীমি প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব