বীরত্ব দেখিয়ে সাহসিকতার সাথে অপরাধ দমন করে কর্মক্ষেত্রে দায়িত্বপালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম, বার) পেলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। তিনি গোপালগঞ্জ জেলা পুলিশ সদর সার্কেল অফিসার হিসেবে কর্মরত।
আজ রবিবার সকালে পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্সে প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত থেকে পদক গ্রহণ করেন তিনি। এর আগেও, পুলিশের দক্ষ ও বিচক্ষণ এই কর্মকর্তা নেত্রকোনা জেলার সদর সার্কেল অফিসার থাকাকালেও কাজের স্বীকৃতিস্বরূপ পিপিএম অর্জন করেন।
ছানোয়ার হোসেন বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতার, বিকাশ ও বৈদেশিক মুদ্রা প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার এবং মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকরণেও তিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। অপরাধীদের কাছে তিনি যেমন আতঙ্ক, তেমনি নিরপরাধ সাধারণ মানুষের কাছে তিনি আশ্রয়ের একমাত্র ঠিকানা।
উল্লেখ্য, আজ রবিবার এক আনন্দমুখর পরিবেশে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২০। পুলিশের নয়নাভিরাম বার্ষিক প্যারেডের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সপ্তাহের উদ্বোধন করেন।
বিডি-প্রতিদিন/শফিক