চট্টগ্রামে দুই বিদেশিসহ তিন ফুটবলারকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম শাহ আমানত সেতু এলাকা থেকে ঘানার দুই খেলোয়াড়কে গ্রেফতার করে চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশি ফুটবলার মো. মাসুদকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তাকেও চট্টগ্রামের বাকলিয়া থানায় নিয়ে আসা হলে তিনজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা হয়। সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠান বলে জানান বাকলিয়ার ওসি নেজাম উদ্দিন।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই বিদেশি ফুটবলার হলেন ঘানার নাগরিক ফ্রাঙ্ক টিম টম (৪০) এবং রিচার্ড জিফা এপিয়া (২৯)। বাংলাদেশি অপরজনের নাম মো. মাসুদ (২৬)। মাসুদ কুমিল্লার দাউদকান্দি এলাকার বাসিন্দা। তার দাবি, তিনি জাতীয় দলের ফুটবলার। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
একটি সূত্রে জানা গেছে, জাতীয় পর্যায়ে তিনি অনূর্ধ্ব-১৯ ফুটবল দলে খেলতেন। অন্যদিকে ঘানার ওই দুই নাগরিক নিজেদের ফুটবলার দাবি করে জানিয়েছেন, ক্লাব ফুটবল খেলতে ঘানা থেকে এসেছেন তারা। গত ৪-৫ বছর ধরেই তারা বাংলাদেশে ফুটবল খেলছেন বলেও দাবি করেন।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘শুক্রবার গভীর রাতে আমরা ইয়াবাসহ ২ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ নামে আরেকজনকে সকালে গ্রেফতার করা হয়েছে। তারা দাবি করছেন তারা ক্লাব ফুটবল খেলেন। তবে এই বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। মাসুদ জানিয়েছেন তিনি জাতীয় দলের ফুটবলার। তবে আমরা খোঁজ-খবর নিয়ে জেনেছি সে অনূর্ধ্ব ১৯ দলে খেলতো।’
বিডি-প্রতিদিন/শফিক