ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে পাঁচ লাখ আট হাজার ৯৬৬ শিশু। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়। আগামী ১১ জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, যুগ্ম সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। ডা. এষণা পালের উপস্থাপনায় কর্মশালায় সিভিল সার্জন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ক্যাপসুল খাওয়ানো নিয়ে যেন কোনও ধরণের প্রপাকান্ডা যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সাংবাদিক প্রতি আহ্বান জানান তিনি।
কর্মশালায় জানানো হয়, জেলা সদরসহ নয় উপজেলায় মোট ২৪৩৩ কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া হবে। এর মধ্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও রেলওয়ে স্টেশন, বাস, নৌ টার্মিনাল রয়েছে। ১২ থেকে ৫৯ মাস বয়সি প্রায় সাড়ে চার লাখ ও ৬ থেকে ১১ মাস বয়সি প্রায় ৫০ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ