মেহেরপুর শহরের উপকন্ঠ থেকে ২০ কেজি ওজনের পাথরের মূল্যবান মূর্তিসহ একটি ওয়ানশ্যুটার গান উদ্ধার করেছে মেহেরপুর থানা পুলিশ।
আজ সোমবার ভোররাতের দিকে মেহেরপুর থানার পিছনে গোভিপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের পাড় থেকে পরিতক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে পুলিশ।
সদর থানার এসআই আহসান হাবীব জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর ব্রিজের পশ্চিম পাশে ভৈরব নদের পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তি এবং ওয়ানশ্যুটার অস্ত্রটি উদ্ধার করা হয়। প্রায় ২০ কেজি ওজনের মূর্তিটির একটি হাত এবং একটি পা ভাঙ্গা রয়েছে।
তিনি আরও বলেন, মূর্তিটি দামি বলে মনে হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া চূড়ান্ত কোনও কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ