আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই দেশের উত্তরাঞ্চলের মঙ্গা দূর হয়েছে, মানুষকে আজ না খেয়ে থাকতে হচ্ছে না। অসহায়, দুঃস্থ ও শীতার্তদের কম্বলসহ শীতবস্ত্র দেয়া হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশের আজ এত উন্নয়ন হয়েছে। সে কারণে শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ’।
আজ সোমবার সকালে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বাগেরহাট সদর আসনের এমপির পক্ষ থেকে পৌরসভার অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মাঝে আড়াই হাজার কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা আজ এতই ভালো যে, বিশ্ববাসীর কাছে তা দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের এগিয়ে যাওয়ার চিত্র দেখে বিশ্ব নেতারা অভিভূত হচ্ছেন।
বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাঁন হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এমপি শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার