অর্থ-বাণিজ্যের বিনিময়ে গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের অভিযোগে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাছির জামান মৃদুলের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে কুশপুত্তলিকা দাহ করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিরার রাতে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসাবে আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক হিসাবে ফয়সাল জাহান শিশিরের নাম ঘোষণা করে মেহেরপুর জেলা কমিটি। এ কমিটি গঠন নিয়ে গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব ও গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জীবন আকবর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মৃদুলের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে গাংনী বাস্ট্যান্ডে মৃদুলের কুশপুত্তলিকা দাহ করা হয়।
গাংনী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের মুনতাছির মাহমুদ মৃদুল অনিয়মতান্ত্রিকভাবে ছাত্রলীগের পকেট কমিটি গঠন করেছেন। যাদের সভাপতি-সম্পাদক করা হয়েছে তারা কখনও ছাত্রলীগের সাথে গভীর ভাবে জড়িত ছিল না। এ পকেট কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ-কর্মসূচি চালিয়ে যাব। এদিকে মৃদুলের সাথে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার