ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা নামক স্থানে আলমসাধু-পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাখি ভ্যান চালক শাহিন মিয়া (১৮) নিহত ও আলমসাধু চালক আহত হয়েছেন।
নিহত শাহিন সদর উপজেলার সাগান্না ইউনিয়নের উত্তরনারায়নপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকাল ৬ টার দিকে বৈডাঙ্গা বাজারে পাখি ভ্যানটি রাস্তার উপর থেকে ঘুরাতে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক শাহিন ছিটকে পড়েন। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর রেফার্ড করে। ফরিদপুর নিয়ে যাওয়ার পথে চালক শাহিন মারা যায়।
এ ব্যাপারে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোঃ মোকলেচুর রহমান জানান, ঘটনাটি শুনার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলমসাধু ও পাখি ভ্যানটি উদ্ধার করে ক্যাম্প হেফজতে রেখেছি। তবে আহত আলমসাধুর চালক পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন