টাঙ্গাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী 'মুজিববর্ষ' যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিয়া, সকল সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিন থেকে মুজিববর্ষের দিন গণনা শুরু করা হবে। এজন্য শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে মুজিববর্ষ পালনের আনুষ্ঠানিক কর্মসুচী। সেদিন থেকে বছরব্যাপী বর্নাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় মুজিববর্ষ পালন করা হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ