নওগাঁয় দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতণ করেছে ব্যতিক্রমী সংগঠন সিরাজী ফাউন্ডেশন।
সোমবার নওগাঁ সদর উপজেলার মুরাদপুর গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী। এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁর বেলকোন গ্রুপের জিএম ওয়াহেদ হোসেন আলাল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ হাসান সিরাজী বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশনের পথচলা। আমরা মহিলাদের যোগ্যতা অনুসারে কারিগরি কাজের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপকরণ ও মূলধন প্রদান করি। এই উপকরণ দিয়ে তারা যেসব পন্য তৈরি করে সেগুলো ফাউন্ডেশন সংগ্রহ করে তা বাজারজাত করে তার অর্থ সেইসব মহিলাদের হাতে তুলে দেয়। এছাড়াও ভিক্ষুকদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান ও মূলধনের ব্যবস্থা করে তাদেরকে সমাজের প্রতিষ্ঠিত করে আসছে এই ফাউন্ডেশনটি। আগামীতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল