বাগেরহাটের শরণখোলা উপজেলায় খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা ইউসুফ আলী আকন (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময়ে তার কাছ থেকে ২১৭ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড ও একটি সীমকার্ড উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার রাতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে আটক করা হয়। সে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মৃত কদম আলী আকনের ছেলে। তাকে আজ সোমবার সকালে শরণখোলা থানায় হস্তান্তর করার পর তাকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ি ইউসুফ দীঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। সে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করায় তার বিশাল মাদকের নেটওয়ার্ক গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে শরণখোলার পহলানবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ইফসুফ আলী আকনকে আটক করে র্যাব।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হায়দার বাদি হয়ে শরণখোলা থানায় ইউসুফের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ