পটুয়াখালীর কলাপাড়ায় মাদক বিরোধী অভিযানে ৫৩ পিস ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজাসহ রিয়াজ হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৭টার সময় উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. শাহাজালাল ভূঁঞা জানান, রিয়াজ হাওলাদার এর বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল