আগামী ১১ জানুয়ারি জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লক্ষ্মীপুরে সংবাদকর্মীদের নিয়ে অবহিতকরণ সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল গাফ্ফার, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আশফাকুর রহমান মামুন ও সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রামার মাহবুবুল হক মাসুম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আগামী ১১ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাসের শিশুদের নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাসের শিশুদের লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। ওইদিন লক্ষ্মীপুরে প্রায় ৩ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম