মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোন এক সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ দুটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায় প্রবাসী মজনু মিয়া প্রায় ১৫ বছর ধরে সৌদি আরব থাকেন। তার স্ত্রী পারভীর বেগম দুই পুত্র সন্তানসহ শ্বশুর-শাশুড়ি নিয়ে সাটুরিয়ার কাউন্নারা গ্রামে দোতলা বাড়িতে বসবাস করেন। বড় ছেলে ৯ বছর বয়সী আবদুল করিম ধামরাই এলাকায় একটি মাদ্রাসায় পড়ে।
আর ৬ বছর বয়সী ছোট ছেলে আবদুর নুরকে নিয়ে শ্বশুর-শাশুড়িসহ বাড়ির দোতলায় থাকতেন পারভীন।
বুধবার রাত ১০টার দিকে বড় ছেলে মাদ্রাসা থেকে তার মাকে ফোন করে কোন সাড়া পায়নি বলে জানা যায়। সকালে শ্বশুর-শাশুড়ি দরজা খোলা দেখে রুমের ভেতর ঢুকে পারভীন ও তার ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা হত্যাকারীকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানায়, পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। খুব শিগগিরই হত্যাকারীকে ধরে ঘটনা উদঘাটন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক