নাটোরের লালপুরে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মা চর এলাকায় দিয়াড় শংকরপুর, নওসারা সুলতানপুর, চাকলা বিনোদপুর গ্রাম এবং গোপালপুর রেলগেট এলাকার কলনি গুচ্ছগ্রামে ৮শত কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার নিজ অর্থায়নে এসব কম্বল বিতরণ করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আব্দুর রউফ সরকার, লালপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের স¤পাদিকা কাজী আসিয়া জয়নুল বেনু, বিলমারিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, লালপুর ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল