২০ জানুয়ারি, ২০২০ ১৭:৩২
পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে

নেত্রকোনায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

পদবী ও বেতন গ্রেড পরিবর্তনের দাবিতে নেত্রকোনায় কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ। 

দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কালেক্টরেট ভবনে কর্মরত সকল কর্মচারী সোমবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে। 

কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি দিলওয়ারুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাখাওয়াত জাহান খান, সহ-সভাপতি শেখর চন্দ্র সরকার, মো. সফির উদ্দিন, যুগ্ম সম্পাদক নয়ন চক্রবর্তী, দফতর সম্পাদক কবীর হোসেন, মাফরোজা আক্তার মিঠু, সদস্য মো. আশরাফ আলী, রত্না রায় ও রতন কুমার বর্মন প্রমুখ।

কর্মবিরতি চলাকালে বক্তারা অবিলম্বে মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেনীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও পদ মর্যাদা বৃদ্ধি এবং বেতন গ্রেড পরিবর্তনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর