ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো পোয়াইল গ্রামের স্বদেশ (৩০), হাসামদিয়া গ্রামের হারুন কাজী (৪৫), কেরশাইল গ্রামের আকিদুল ইসলাম (২৫), আব্দুল খালেক শেখ (৬০), ছাতেরন বেগম (৩০),আকলিমা বেগম (৪৫), সূর্য্য (২৫) ও ছোলনা গ্রামের হান্নানুর রহমান (৪২)।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত এসব আসামি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের আটক করে আদালাতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক