চাঁপাইনবাবগঞ্জে সাবিনা সরেণ নামে স্ত্রী হত্যার দায়ে গোলাপ হাসদা নামে এক আদিবাসীকে যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে আদালত তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত গোলাপ হাসদা রাজশাহী জেলার তানোর উপজেলার শালতলা গ্রামের পরমেশ্বরের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ দণ্ডদেশ ঘোষণা করেন।
সরকারি আইনজীবী আঞ্জুমান আরা জানান, নাচোল উপজেলার খিকটা গ্রামের শীতল সরেণের মেয়ে সাবিনা সরেণের সাথে গোলাপ হাসদার বিয়ে হয়।
বিয়ের পর থেকে গোলাপ হাসদা তার শশুরের গ্রামে বাস করতে থাকেন। ২০১৩ সালের ৪ আগস্ট সকালে নিজ বাড়িতে স্ত্রী সাবিনার সাথে কথা কাটাকাটি হয় গোলাপের। এক পর্যায়ে গোলাপ কোদাল দিয়ে সাবিনার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সাবিনা মারা যান। এ ঘটনায় নিহত সাবিনার ভাই আমিন সরেণ বাদি হয়ে নাচোল থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল ২০১৪ সালের ২৬ জানুয়ারি গোলাপ হাসদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে আদালত গোলাপ হাসদাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/কালাম