কুষ্টিয়ার ভেড়ামারায় জিকে প্রধান সেচ খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চন্ডিপুর এলাকাস্থ খালের ৪নং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প গঙ্গা-কপোতাক্ষ (জিকে)’র প্রধান সেচ খালসহ শাখা খালগুলোর ওপর অবৈধ স্থাপনা নির্মাণ করায় সেচ সরবরাহে বিঘ্নের সৃষ্টি হচ্ছিল।
অভিযানে অংশ নেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাব্বির হোসেন, ভোড়ামারা উপজেলা নির্বাহী অফিসার, বাপাউবো’র নির্বাহী প্রকৌশলী ও উর্ধতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বিত আইন শৃংখলা বাহিনী।
বিডি-প্রতিদিন/শফিক