২১ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১১

মাতৃভাষা দিবসে দিনাজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

দিনাজপুর প্রতিনিধি:

মাতৃভাষা দিবসে দিনাজপুরে শহীদদের প্রতি শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদায় এবং নানা আয়োজনে দিনাজপুরের মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। 

এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ শহর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। 

পরে শুক্রবার সকালে হুইপ ইকবালুর রহিম এমপি এবং জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরীর নেতৃত্বে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধঞ্জলী অর্পণ করেন। এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি এড. জাকিয়া তাবাসসুম জুঁইসহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

খানসামায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেণ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  আবুল হাসান মাহমুদ আলী এমপি।

কাহারোলে উপজেলা পরিষদের চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম পহরে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর