ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসে শনিবার পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২২৯ জন স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। পল্লী বিদ্যুতের জি এম মো. আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন, এলাকা পরিচালক নাজনীন সুলতানা, এজিএম মো. মিরাজুল ইসলাম, স্থানীয় সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, লিটু সিকদার, তৈয়বুর রহমান কিশোর, নুরইসলাম, স্বেচ্ছাসেবী সেলিম, লোটাস সিকদার প্রমুখ।
এ সময় জিএম মো. আবুল হাসান বলেন, বোয়ালমারী জোনাল অফিসের আওতায় প্রায় ১৮শ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। নিরবিচ্ছিন্ন নিরাপদ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হয়েছে। দুই উপজেলায় ২২৯টি স্বেচ্ছাসেবী গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে সদস্য সংখ্যা চারজন। কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে, ট্রান্সফরমার পুড়ে গেলে, দুর্যোগে গাছ পড়ে খুটি উল্টে গেলে স্বেচ্চাসেবী গ্রুপের সদস্যরা হটলাইন কিংবা অফিসে গিয়ে সংবাদ জানাবে যাতে দ্রুত লাইনম্যানরা সেখানে পৌঁছে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করতে পারে।
বিডি প্রতিদিন/আল আমীন