গাজীপুরের কালিয়াকৈরে শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য তৈরি একটি স্কুলের টিচার্চ কোয়াটারে বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে চারটি কক্ষ ও কক্ষের ভেতরে থাকা স্কুলের বই, ব্রেঞ্চ, টাকা, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
স্কুল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শ্রমজীবী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য তৈরি রিভারভিউ ক্যাডেট ইনস্টিটিউট নামে স্কুলে বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্কুলের টিচার্চ কোয়াটারের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে খেলারানী গোপ ও লিমারানী গোপ নামে দুই শিক্ষকের কক্ষসহ চারটি কক্ষ এবং কক্ষের ভেতরে থাকা স্কুলের বই, ব্রেঞ্চ, টাকা, ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।
আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্কুলের প্রতিষ্ঠাতা আইয়ুব রানা জানিয়েছেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম