৭ এপ্রিল, ২০২০ ২২:০৭

রাস্তায় গুঁড়ি ফেলে স্থানীয়দের লকডাউন, অটোরিকশাতেই সন্তান প্রসব

জামালপুর প্রতিনিধি

রাস্তায় গুঁড়ি ফেলে স্থানীয়দের লকডাউন, অটোরিকশাতেই সন্তান প্রসব

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তার পাশে ব্যাটারি চালিত অটোরিকশায় সন্তান প্রসব করেছেন এক নারী। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ঝর্ণা বেগম (২৫) নামে ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করে। তিনি সে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামের মো. এনামুল হকের স্ত্রী।

ঝর্ণা বেগমের স্বামী মো. এনামুল হক জানান, মঙ্গলবার সকালে ঝর্ণা বেগমের প্রসব ব্যথা শুরু হলে স্বামী ও শ্বাশুড়ি মিলে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার উদ্দেশে রওনা দেন।

করোনাভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত হয়ে বিভিন্ন রাস্তায় বাঁশ, ইট, গাছের গুঁড়ি ফেলে স্থানীয়রা লকডাউন করে রেখেছে। যে কারণে হাসপাতালে যেতে সময় বেশি লাগছিল। এরই মধ্যে ঝর্ণা বেগমের প্রচণ্ডভাবে প্রসব ব্যথা শুরু হলে পৌরসভাধীন কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে অটোরিকশাটি থামানো হয়। এ সময় স্থানীয় নারীদের সহযোগিতায় অটোরিকশায় কাপড় পেচিয়ে সেখানেই সন্তান প্রসব করানো হয়। 

তিনি জানান, তার স্ত্রীর ছেলে সন্তান হয়েছে এবং মা ও শিশুটি সুস্থ আছে। মা ও শিশু দুজনেই সুস্থ থাকায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়।   

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর