বরগুনার বেতাগী উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। একদিকে করোনা, অন্যদিকে ডায়রিয়া শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্য আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ৩ দিনের ব্যবধানে উপজেলায় ডায়রিয়ায় দুই নারীর মৃত্যু হয়েছে।
গত বুধবার রাত ১০টার দিকে বেতাগীর বিবি চিনি ইউনিয়নের ফুলতলা গ্রামের আ. লতিফের স্ত্রী খাদিজা বেগম (৫০) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বেতাগী হাসপাতালে ভর্তি হন। আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। এর আগে আর এক নারীর মৃত্যু হয়।
পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলা থেকে ২০/২৫ জন ডায়রিয়া আক্রান্ত রোগী রবিবার রাতে বেতাগী হাসপাতালে ভর্তি হয়ে বলে জানা গেছে। আজ সকাল পর্যন্ত ৩ দিনে ১২৮ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বেলা ১০টা পর্যন্ত ভর্তি হন ২৮ জন রোগী। বিকাল নাগাদ এ সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন চিকিৎসকরা।
বেতাগী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তেন মং বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া খাবারের ব্যাপারে ও কোন কিছু মানতে চাচ্ছে না অনেকে। পানিবাহিত এই রোগ থেকে বাঁচতে হলে খাবার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার কথা বলেন তিনি। এ নিয়ে ৩ দিনের ব্যবধানে উপজেলায় ডায়রিয়ায় দুই নারীর মৃত্যু হলো।
বিডি প্রতিদিন/আরাফাত