দিনাজপুরের পল্লিতে অসহায় এক কৃষকের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিলেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ কর্মীরা।
ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির ওহেদুল ইসলাম নামে অসহায় এক কৃষকের দুই বিঘা জমির ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দেয় তারা।
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী ওই কৃষকের ধান কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন