ঝালকাঠির নলছিটিতে পৃথক অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৭টি মুঠোফোন সেট এবং মাদক বিক্রির প্রায় সাড়ে ৮ হাজার টাকাসহ ৪ জনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ওই উপজেলার পশ্চিম কামদেবপুরের ছাদেম আলী হাওলাদারের ব্রীজের উপর, মাদারকোনার তালতলা বাহাদুরপুর দাখিল মাদ্রাসার সামনে এবং মজকুর্নীর ৩১নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান চালায় তারা।
আটকরা হলেন- কামদেবপুরের মো. সোহেল খান (৩০), গোদন্ডা এলাকার মো. খলিলুর রহমান (২৫), সুবিদপুরের মো. সোহেল খান (২৫) ও সুবিদপুরের মো. শাহিন খান (৪২)।
এসব ঘটনায় র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার এবং ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম