মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পড়া কৃষকের পাকা ধান কেটে দিলো ঝিনাইদহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সামাজিক দুরত্ব বজায় রেখে আজ শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর এলাকার ছোট কামার কুন্ডু গ্রামের মাঠে সেলিম বিশ্বাস নামে এক কৃষকের ধান কেটে দেওয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সহসভাপতি ও সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস এ ধান কাটা কাজের নেতৃত্ব দেয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী সাব্বিরুল ইসলাম, উপসমাজসেবা সম্পাদক হাসানুজ্জামান হাসান, মানব সম্পদ উন্নয়ন উপসম্পাদক ফজলে রাব্বি অনু, উপপ্রশিক্ষণ সম্পাদক মোরসালিনুজ্জামান সাব্বির, উপসাংস্কৃতিক সম্পাদক মিশান রহমান, কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান ও হাবিব হাসান চাঁনসহ কেসি কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/আল আমীন