প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই নানাভাবে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর। করোনাভাইরাস প্রতিরোধে তার সংশ্লিষ্ট ওয়ার্ডবাসীকে নানা সচেতনতার পাশাপাশি রাতের আধারে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী উপহার পৌঁছে দিচ্ছেন এ নারী কাউন্সিলর।
প্রতিদিনই সকাল থেকে শুরু করে গভীর রাত অবধি নানা কর্মসূচিকে কেন্দ্র করে ওয়ার্ডবাসীর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন টানা ২ বারের নির্বাচিত এ নারী কাউন্সিলর। তিনি বলেন, লকডাউনের কারণে দিন মজুরের পাশাপাশি সবচেয়ে বেশি সমস্যার মধ্যে রয়েছে মধ্যবিত্ত পরিবারের লোকজন। তারা কারো নিকট হাতও পাততে পারে না আবার বলতেও পারে না। তাই সমস্যাটা তাদেও মধ্যেই বেশি। এছাড়াও তিনি প্রাণঘাতি করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়ে আসছেন নিয়মিত। তিনি সরকারি ত্রানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ২ হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সামগ্রী নিয়ে।
এ বিষয়ে মাকসুদা মোজাফ্ফর বলেন, নাগরিক সেবা দেওয়ার জন্যই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে ভোটাররা। যতক্ষণ সুস্থ আছি ততক্ষণ নাগরিকদের সেবা দিয়ে যাব। করোনাভাইরাস মোকাবেলায় দয়া করে আপনারা সবাই ঘরে থাকুন। সরাকারি নির্দেশ মেনে চলুন। যদি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন তাহলে দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। আপনারা ঘরে থাকুন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ