দেশের জাতীয় বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের বিভিন্ন স্থানে করোনাজনিত কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে শুভেচ্ছা উপহার প্রদান করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার বরিশাল জেলার আগৈলঝারা উপজেলায় ৩’শ পরিবারের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝারা উপজেলা পরিষদের চেয়ারম্যান রইস সেরনিয়াবাদ। উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা, আগৈলঝরা থানার ওসি, আগৈলঝরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পদক্ষেপের কর্মকর্তারা।
পদক্ষেপ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ সালেহ বিন সামস বলেন, ‘চলমান দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৪ লাখ টাকা প্রদান করেছে। সংস্থাটি ৩’শ টি মাঠ কার্যালয়ের মাধ্যমে ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টি কার্যক্রম অব্যাহত রেখেছে এবং এ পর্যন্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার নিম্নআয়ের মানুষের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেছে।’
বিডি-প্রতিদিন/শফিক