৩১ মে, ২০২০ ২২:০৯

বোর্ডে শতভাগ পাস কুমিল্লার যে ৬২ প্রতিষ্ঠান

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা:

বোর্ডে শতভাগ পাস কুমিল্লার যে ৬২ প্রতিষ্ঠান

চলতি বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৬২ টি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে রয়েছে কুমিল্লা জেলার ৬২ টি প্রতিষ্ঠান, নোয়াখালীর ২১টি, ফেনীর ১৪টি, লক্ষ্মীপুরের ১৭টি, চাঁদপুরের ৩৪টি ও ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি। কুমিল্লা জেলার মধ্যে বেশি শতভাগ পাস করেছে বরুড়া উপজেলার প্রতিষ্ঠান।

 
কুমিল্লা শিক্ষাবোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মো: শহিদুল ইসলাম জানান, কুমিল্লা জেলার শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান হলো কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা কালেক্টরেট উচ্চ বিদ্যালয়, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট হাইস্কুল, বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ল্যাবরেটরি হাই স্কুল, লাকসাম এন এফ এ্যান্ড বি এন হাই স্কুল, দাউদকান্দি নবগ্রাম আদর্শ হাইস্কুল, মনোহরগঞ্জ খিলা আজিজ উল্লাহ হাইস্কুল, মনোহরগঞ্জ বিপুলাসার আহমেদ উল্লাহ হাই স্কুল,বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার গঙ্গামন্ডল রাজ ইন্সটিটিউট, বরুড়ার কেমতলী টেকনিক্যাল হাইস্কুল, লালমাইয়ের গৈয়ারভাঙ্গা হাইস্কুল, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা হাই স্কুল, কুমিল্লা এথনিকা এন ইংলিশ মিডিয়াম স্কুল, বরুড়া সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয়, লাকসাম রহমানিয়া চির সবুজ হাই স্কুল এ্যান্ড কলেজ, দেবিদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুল, চান্দিনা আদিবা নূর হাই স্কুল ,হোমনা সরকারি হাই স্কুল, দেবিদ্বার জাফরগঞ্জ বেগম মাজেদা আহসান মুন্সি গালর্স কলেজ, বরুড়া পয়ালগাছা টেকনিক্যাল গালর্স হাই স্কুল, বরুড়া হাফিজ আহমেদ হাই স্কুল, বরুড়া ডিমঢুল আদর্শ হাই স্কুল, চৌদ্দগ্রাম নালঘর হাইস্কুল, বুড়িচং কুসুমপুর উচ্চ বিদ্যালয়, সদর দক্ষিণের লালমাই উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া টাকই হাইস্কুল, আদর্শ সদরের বন্দিশাহী হাইস্কুল, বরুড়ার তৈয়ব আলী হাই স্কুল, কুমিল্লা ক্যাডেট কলেজ, দাউদকান্দি আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, বরুড়ার নলুয়া চাঁদপুর হাইস্কুল, চৌদ্দগ্রামের ফেলনা হাইস্কুল, সদর দক্ষিণের রাজারখলা হাইস্কুল, বরুড়ার শরাফতি হাইস্কুল, দেবিদ্বারের খয়রাবাদ আদর্শ হাইস্কুল, আদর্শ সদরের কমলাপুর আদর্শ হাইস্কুল, বুড়িচং হরিণধারা হাইস্কুল, মুরাদনগর ঘোড়াশাল আলহাজ রাকিব উদ্দিন আহমেদ গালর্স স্কুল, বরুড়া নারিন্দ্রপুর নোড্ডা হাইস্কুল, সদর দক্ষিণের বারাপাড়া আমেনা বেগম গালর্স হাইস্কুল, সদর দক্ষিণের শালবন হাইস্কুল, চৌদ্দগ্রাম আমির হোসেন চৌধুরী আইডিয়েল হাই স্কুল, বুড়িচং বালিখাড়া আবদুল মতিন খসরু কলেজ, লাকসাম শহীদ আবুল খায়ের হাইস্কুল, আদর্শ সদর ধনুয়াখলা আদর্শ হাইস্কুল, বরুড়া দেওরা মাধ্যমিক স্কুল, আদর্শ সদরের দুর্লভপুর মডেল হাইস্কুল, বরুড়া বাতাসার হাইস্কুল, হোমনা নিলখী হাইস্কুল, বরুড়া মনোহরপুর হাইস্কুল, আদর্শ সদরের বাজগড্ডা রাবেয়া মেমোরিয়াল হাইস্কুল, সদর দক্ষিণের অলিরবাজার আদর্শ হাইস্কুল, বরুড়া লক্ষ্মীপুর শহীদ স্মৃতি গালর্স হাই স্কুল, মনোহরগঞ্জ কোম্পানীগঞ্জ বাজার জননী বিদ্যানিকেতন, চান্দিনা করতলা আইডিয়েল গালর্স হাই স্কুল, লালমাই বাবুকপাড়া জনতা হাই স্কুল, সদর দক্ষিণের রাজাপাড়া মুন্সি এম আলী মুন্সি গালর্স হাই স্কুল ও লালমাইয়ের হাজী রুস্তম আলী গালর্স হাই স্কুল। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর